মৃত্যু দেশরক্ষক রঞ্জিত যাদবের
নতুন গোলযোগের সৃষ্টি,মণিপুর রাজ্যে ঘটলো আরও এক আ সংকর ঘটনা। জঙ্গিদের গুলিতে মারা গেলেন রঞ্জিত যাদব। ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়ার বাসিন্দা এই রঞ্জিত মঙ্গলবার গভীর রাতে সেরুতে কর্মরত অবস্থায় দেহত্যাগ করলেন।জানা যায় গত ২৬ মে তিনি উত্তর-পূর্বের দায়িত্বে ছিলেন বলে। তার আগের দিন অর্থাৎ সোমবার রাতে তার স্ত্রী কৌশল্যা যাদবের সাথে ফোনেও কথা বলেছিলেন তিনি।সেই সময় গুলির আওয়াজে একটু দুশ্চিতাতেই ছিলেন ওনার স্ত্রী এবং ওনার এই দুশ্চিন্তায় কাল হলো ওনার জীবনে। সকাল ৭ টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন রঞ্জিত। ওনার মৃত্যুতে ওনার পরিবার শোকাহত।
মণিপুরের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৫ জন। অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং বসতী হারিয়েছেন কয়েক হাজার মানুষ এরকমই খবর সূত্রের। রঞ্জিতের মৃত্যুর পর ১৪ নং পৌরসভার প্রতিনিধিরা ওনার বাড়িতে যান এবং আর্থিক সহায়তার কথা জানান। রঞ্জিত-ই ছিলেন ওনার পরিবারের একমাত্র উপার্জনকারী।ওনার পরিবারে ওনার স্ত্রী এবং পুত্রসন্তান ছাড়াও রয়েছে বৃদ্ধ বাবা-মা, দুই বোন (এক বোন দৃষ্টিহীন) এবং এক বেকার ভাই। এই অবস্থায় কি ভাবে চলবে তাই ভেবেই শোকাহত পরিবারকে একটা কাজের ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছেন প্রশাসন।এক পৌর প্রতিনিধি বলেন, “চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরিবারের পাশে থাকার জন্য আবেদন করেছেন এবং বলেন পরিবারের পাশে আছি এবং থাকব। যিনি দেশের জন্য এত করলেন, তাঁর পাশে সবার দাঁড়ানো উচিত।”