বর্ষার মরসুমে মেট্রো পরিষেবার উপর করা নজরদারি রাখছেন মেট্রো কর্তৃপক্ষ।মূলত সিগন্যাল ব্যবস্থা এবং পয়েন্টের সুরক্ষার উপরে নজর বেশি রাখা হয়েছে। কারণ বর্ষায় সিগন্যাল ব্যবস্থার ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। ঘন ঘন বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত হওয়ার ফলে সিগন্যাল ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন বৈদ্যুতিক সিস্টেম গুলির ক্ষতির সম্ভাবনা থাকে প্রবল। এবং এর ফলে প্রায় বহু যাত্রীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
মেট্রোর লাইনের সঙ্গেই বসানো ট্র্যাক সার্কিট ও অ্যাক্সেল কাউন্টার ট্রেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ, লাইনে ট্রেনের উপস্থিতি ছাড়াও আরো অন্যান্য তথ্য ও সেখান থেকে পাওয়া সম্ভব হয়। এই কারনে, পরিষেবা স্বাভাবিক রাখার জন্য ওই সব যন্ত্রের গুরুত্ব খুব বেশি।ট্রেন থেকে মেট্রোর পরিবহন ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত হলেও আবহাওয়ার পরিবর্তনের কারণে ওই সব যন্ত্র এবং ট্র্যাক সার্কিট গুলিকে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বহু বার।
মেট্রো চলাচলের ক্ষেত্রে সিগন্যাল ব্যবস্থার কোনো যায়গায় সমস্যার সৃষ্টি হলে পরিষেবা নষ্টর সম্ভাবনা থাকে। বর্তমানে বিভিন্ন ঘটনার ফলে কলকাতা মেট্রোতেও পয়েন্ট এবং সিগন্যাল ব্যবস্থার উপযুক্ত রক্ষণাবেক্ষণের সাথে সাথে বর্ষাকালে ট্রেন চালানোর উপরেও বিশেষভাবে নজরদারি দেওয়ার কথা ঘোষনা হয়েছে, এ ছাড়াও মেট্রোর ইয়ার্ড সংলগ্ন বিভিন্ন অংশে যাতে বৃষ্টির কারণে সমস্যা না হয়, সে দিকেও বিশেষ ভাবে নির্দেশিকা জারি হয়েছে। পার্শবর্তি নিকাশি নালা গুলি পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত নজরদারির কথা বলা হয়েছে বর্ষার ফলে মেট্রোর বিশেষ পরিকল্পনাটিতে।
বর্ষার ওয়েদারে ট্রেন চালানোর সময় কোন জায়গায় কিছু অস্বাভাবিক চোখে পড়লেই সেই মুহূর্তে কন্ট্রোল রুমে নির্দেশ পাঠানোর কথা বলা হয়েছে ট্রেন চালককে।
মাটির উপরের অনেক স্টেশ ছাউনি থেকে জল চুঁইয়ে পড়ে বিভিন্ন বৈদ্যুতিক উপকরণ গুলির উপর, এর ফলে বিভিন্ন দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয় ।মেট্রো সূত্রের খবর, এমন ধরনের বিপত্তির জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি প্রয়োজনীয় সতর্কতা নির্দেশ দিয়েছেন। এমন পরিস্থিতি মোকাবিলার জন্য টালিগঞ্জ, পার্ক স্ট্রিট ও বেলগাছিয়া স্টেশন একটি বিশেষ দল তৈরি থাকবে বলে জানানো হয়েছে।