দুই ২৪ পরগনা ভাগ হবে এই খবর আগেই ছিল। এবার কীভাবে জেলা দু’টিকে ভাঙ্গা হবে তার রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে নবান্নের অন্দরে।
প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, উত্তর ২৪ পরগনাকে দু’টি জেলাতে ভাঙ্গা হতে চলেছে। যেখানে বসিরহাটকে আলাদা জেলা করা হবে, এবং বাকিসব জেলা উত্তর ২৪ পরগণা জেলাতেই থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগনা ভেঙে দুটি জেলা হবে নাকি তিনটি জেলা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী, ডায়মন্ড হারবার এবং আলিপুর সদর নিয়ে একটি জেলা এবং ক্যানিং, বারুইপুর নিয়ে দ্বিতীয় জেলা। আর সুন্দরবনকে পৃথক জেলা করা হতে পারে, এমন ঘোষণা আগেই ছিল।
প্রশাসনের অনেকে মনে করছেন, এই জেলাগুলি ভাগ হলে অফিসার পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হবে। প্রবীণ অফিসারদের অনেকেই জানাচ্ছেন, ক্যাডার রিভিউয়ের সময় রাজ্যে যে সংখ্যক অফিসার দাবি করে কেন্দ্রের কাছে নানা বিষয়ের সঙ্গে জেলার সংখ্যাও তখন খতিয়ে দেখা হয়। বর্তমান সরকারের আমলে জেলার সংখ্যা এমনিতেই বেড়েছে। নতুন আরও কয়েকটি জেলা তৈরি হলে রাজ্য যেমন বেশি সংখ্যায় অফিসার পেতে পারে, তেমনই কর্মরত অফিসারদের কাজের পরিধিও আরও কিছুটা বাড়বে।