আইপিএল-এ সাধারণ টিম এবং চ্যাম্পিয়ন টিমের মধ্যে সবসময় একটি পার্থক্য থেকেই য়ায়। সেই পার্থক্যটা সবসময় চোখে পড়ে না। দলটি হল ‘মুম্বাই ইন্ডিয়ান্স’। ৫ বার জয়ী হয় এই টিম। বুধবার ৮১ রানে ‘লক্ষ্নৌ সুপার জয়েন্টসকে’ হারায় রহিত শর্মার নেতৃত্বে থাকা ‘মুম্বাই ইন্ডিয়ান্স’।
গত রাতেই আমার দেখেছি ‘চিপকে’ ১৭০ এর ওপর রান করা কতটা কঠিন। কিন্তু সেখানে মুম্বাই এর ওয়াধেরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোটা এই দিনের ‘মাষ্টারস্টোক’।মুম্বাইয়ের হয়ে দূর্দান্ত বোলিং করল আকাশ মাধোয়াল।অসাধারণ বলিং-এ সবাইয়ের মন জয় করে নিল। গত কালের মুম্বাইয়ের পারফরম্যান্স দেখে অনেকেই সমালোচনা করলেও মাধোয়ালের অসাধারণ বলিং সবাইকে চুপ করিয়ে দেয়। বিপক্ষ সুপার জায়েন্টসকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে ১০১ রানে এলিমিনেটর-এ জয়ী হয় ‘মুম্বাই ইন্ডিয়ান্স’। কুনাল পান্ডিয়ার নেতৃত্ব কাজ করল না লখনউ সুপার জয়েন্টস এর। রিকুয়্যার রানরেট বেড়ে যাওয়ায় একের পর এক রান আউট হতে থাকে ‘লখনউ সুপার জয়েন্টস’ এর। স্টয়নিস কিছুটা চেষ্টা করলেও অবশেষে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। যেখানে মুম্বাই এর প্রজেক্টেড স্কোর ১৬০ দেখাচ্ছিল ওয়াধেরার ১২ বলে ২৩ রানে ভর করে মুম্বাই করে ১৮০ রান। এছাড়াও ক্যামেরন গ্রীন ও সূর্য কুমার যাদবের ইনিংসও মুম্বাইয়ের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রহিত শর্মার নেতৃত্বে এই আত্মবিশ্বাসী মুম্বাইয়কে আটকানো প্রায় অসম্ভব। ষষ্ঠ বার খেতাব অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ‘মুম্বাই ইন্ডিয়ান্স’।