images (1)

সাগরে বাড়ছে নিম্নচাপ, কলকাতা শহর জুড়েই বজ্রবিদ্যুৎ সহ চার দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস source aajtak Bangla

সাগরে বাড়ছে নিম্নচাপ, কলকাতা শহর জুড়েই বজ্রবিদ্যুৎ সহ চার দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস

Post Score: 2.1/5
Topic & Research
2/5
Creativity & Uniqueness
2.2/5
Timeliness & Social Impact
2.1/5

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের ভোলবদল।আবহাওয়া নিয়ে রাজ্যজুড়ে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই বছর বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে সারা বাংলা জুড়ে। আগামীকাল বৃষ্টি আরো বেশি হবে অর্থাৎ বৃহস্পতিবার কিছু জেলাতে রেনিডে হতে চলেছে।

দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এই নিম্নচাপের প্রভাব থাকবে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে ওড়িশার দিকে।উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। তাছাড়া উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request