সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে রজার বিনি নতুন বিসিসিআই প্রেসিডেন্ট হবার পর এবার সবার নজর সিএবি নির্বাচনে। সিএবি-র সহ সভাপতি পদে বসতে পারেন বাংলার প্রাক্তন কোচ অরুণ লাল এমনই জল্পনা তুঙ্গে।
আগামী ৩১ শে অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। রবিবার বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থায় মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। আর একেবারে শেষ মুহূর্তে ২২ তারিখ মনোনয়ন জমা দিতে চলেছে সৌরভ গাঙ্গুলি। এদিকে গত জুলাই মাসে ইস্তফা দেবার পর বৃহস্পতিবার আবার মহারাজের অনুরোধে সিএবি তে আসেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। দীর্ঘক্ষণ বৈঠকে আলোচনাও করেন সৌরভ গাঙ্গুলী ও অভিষেক ডালমিয়া। এবার সিএবি-র সহ সভাপতি পদ গ্রহণ করতে পারেন অরুণ লাল। তিনি ইতিমধ্যে মনোনয়ন ও সংগ্রহ করেছেন। যদিও তিনি সহ-সভাপতি পদে বসবেন নাকি তাকে প্লেয়ার-কাম মেন্টরের মতো কোনও পদে বসানো হবে, তা এখনও স্পষ্ট নয়। সিএবি তে নির্বাচন হবে নাকি সমঝোতার মাধ্যমে নতুন কমিটি গঠন হবে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রথম দিন থেকেই ক্ষীণ ছিল। কিন্তু মহারাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন‘কোনও রকম সমঝোতা নয়। সুষ্ঠু নির্বাচনেই দাঁড়াব।’তবে সচিব, যুগ্ম সচিব, কোষাধ্যক্ষ, সহ সভাপতি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই দৌড়ে এগিয়ে রয়েছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাস, নরেশ ওঝা, প্রবীর চক্রবর্তীদের নাম।
আসলে ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, ক্রিকেট রাজনীতিও তার ব্যাতিক্রম নয়।