শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ হতে চলেছেন বোম্বে হাই কোর্টের বর্তমান প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। সম্প্রতি, আগস্ট মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিত দায়িত্বে আসার পরে এই প্রথমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রস্তাবিত করা হল দীপঙ্কর দত্তের নাম।
বিচারপতি দীপঙ্কর দত্ত ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ৫ বছরের আইন কোর্সের প্রথম ব্যাচে ছিলেন। সেই বছরই তিনি একজন আইনজীবী হিসাবে নথিভুক্ত হন এবং কলকাতার হাইকোর্টে অনুশীলন শুরু করেন এবং রাষ্ট্রীয় প্যানেলের আইনজীবী হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি সাংবিধানিক বিষয় এবং দেওয়ানী মামলায় বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তিনি ২২শে জুন ২০০৬-এ স্থায়ী বিচারক হিসাবে কলকাতার হাইকোর্টের বেঞ্চে উন্নীত হন এবং ২৩শে এপ্রিল ২০২০-এ তিনি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
২৬শে সেপ্টেম্বর, সোমবার কলেজিয়ামের বৈঠক হয় সেই বৈঠকেই চূড়ান্ত করা হয়েছে এই নাম। প্রধান বিচারপতি ছাড়াও বর্তমানে কলেজিয়ামের সদস্য রয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কউল, বিচারপতি এস এ নাজির এবং বিচারপতি কে এম জোসেফ। বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করলো সুপ্রিম কোর্টের কলেজিয়াম।