Health4 26 Airpollguide Istock 2796602 2400

আধুনিকীকরণ ও প্রকৃতি। সূত্র :- NRDC

আধুনিকীকরণের ছোঁয়ায় ধুঁকছে প্রকৃতি

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

আধুনিকীকরণ হল এক বহুমুখী জটিল প্রক্রিয়া। আধুনিকীকরণের ভালো দিকগুলির পাশাপাশি এর খারাপ দিকগুলিও সমাজ, প্রকৃতি তথা সমগ্র বিশ্বে প্রভাব ফেলে। এই প্রক্রিয়া মানুষের চিন্তাধারা ও কার্যকলাপের সকল ক্ষেত্রে পরিব্যাপ্ত । মানুষের জীবনযাত্রার সকল দিকেই প্রভাব ফেলেছে এই আধুনিকীকরণ। এর সাথে জড়িয়ে রয়েছে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের উপর মানুষের ব্যাপক নিয়ন্ত্রণের ধারণা। বর্তমানে মানুষ এবং সমাজের পাশাপাশি প্রাকৃতিক দিকেও আধুনিকীকরণ ব্যাপক প্রভাব ফেলেছে। আধুনিকীকরণের পাল্লায় পড়ে সমাজ উন্নত হচ্ছে, দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। চারিপাশে গড়ে ওঠা কলকারখানা উঁচু বিল্ডিং এই সবই আধুনিকীকরণের উদাহরণ, আর এই আধুনিকীকরণে নিমজ্জিত হয়ে ক্ষতির কবলে পড়ছে প্রকৃতি। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের সকল দেশের প্রাকৃতিক পরিবেশই এখন আধুনিকীকরণের হাতে বন্দি।

বিশ্ব পরিবেশ সম্মেলন গুলিতে প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নানান কর্মসূচি গৃহীত হলেও তার কিয়দংশ পূরণ করে ধনী দেশগুলি। এই গতিহীনতার মূল্য বিশ্বকে, বিশেষ করে গরিব মানুষকে চোকাতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, তিনি কার্বন মুক্ত ভারতবর্ষ গড়তে চান। এই লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করেই শুরু হয় দূষণ নিয়ন্ত্রণের কাজ। তবে তা পূরণ হয় অতি অল্পমাত্রায়। দেশে এমন নানা ঘটনার কথা প্রায়শই আমাদের কানে আসে। যেমন, প্রতিবছর শীতের আগে দিল্লি ও তার পারিপার্শ্বিক এলাকা গুলি যেভাবে এক বৃহৎ গ্যাস চেম্বারে পরিণত হয় তার সঙ্গে বিশ্ব পরিবেশ সংক্রান্ত দুর্ভাবনার একটা সাযুজ্য রয়েছে। দশকের পর দশক ধরে বিপর্যয় সম্পর্কে সাবধান বাণী এমনকি সমস্যা দূর করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও আজও পরিস্থিতি একই অবস্থাতেই রয়ে গিয়েছে। সাম্প্রতিক, ডানকুনি সহ বিভিন্ন রেল সাইডিংয়ে পণ্য খালাসের সময় দূষণ সংক্রান্ত সতর্কতার দিকে নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এক বামপন্থী ইউনিয়নের। রেলের সাইডিংয়ে কয়লা, সিমেন্ট, পাথরকুচির মত বিভিন্ন জিনিস ওঠা নামানোর সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করার ফলে ট্রাক এবং অন্যান্য পরিবহনের কর্মীরা নানান স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। দূষণের ফলে কমছে গর্ভস্থ শিশুদের মস্তিষ্কের বিকাশ। ক্ষতি হচ্ছে ফুসফুস এবং যকৃতের ও। শহরাঞ্চলের দূষিত আবহাওয়া এবার মাতৃ জঠরে বেড়ে ওঠা শিশুর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। গর্ভস্থ শিশুর ফুসফুস যকৃত এবং মস্তিষ্কে মিলছে বায়ুবাহিত দূষিত কণা।

সমাজের উন্নতির পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে প্রাকৃতিক পরিবেশের কথাও আধুনিকীকরণের হাত যেমন আমরা ছাড়তে পারবো না ঠিক তেমনি প্রকৃতি ছাড়াও আমরা অসম্পূর্ণ সেটা আমাদের মনে রাখা জরুরী। আধুনিকীকরণ এবং প্রকৃতি আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request