মহারাষ্ট্রের কোলাপুরের ঘটে গেলো এক অমানবিক ঘটনা। এক মহিলাকে প্রায় ৫০০ মিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে গেলেন এক অটো চালক। সেই ছবি ধরা পরলো সিসিটিভি ক্যামেরা তবে অটোচালক এখনো ধরা পড়েনি। মহিলার অবস্থা স্থিতিশীল। তাকে
রাজারামপুরের সিটি হাসপাতালে মহিলাকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, অটো চালকের সঙ্গে মহিলার কোনো কারণ নিয়ে বচসা হয়েছিল। কি নিয়ে এই বচসা হয়েছিল সেটি এখনও পর্যন্ত জানা যায়নি । অটো চালক মহিলাকে টেনে নিয়ে চলেছেন । তাই দেখে অটোর পিছনে ছুটছেন পথচারীরা।
পথচারীরা বার বার গাড়ি থামানোর জন্য অনুরোধ করলেও অটোচালক গাড়ি থামায়নি। এমনটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
কোলাপুরের রাজারামপুরি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও মহারাষ্ট্রের এমন ঘটনা নতুন নয়। গত বছর অক্টোবরে ঠিক এমন ঘটনায় ঘটেছিল এক কলেজ ছাত্রীর সঙ্গে। ভোরবেলা কলেজ যাওয়ার পথে তাঁকে ধরা পড়েছিল গোটা ঘটনা।