সমকাম দুই পুরুষের বিয়ের পর এবং সমকামী দুই নারীর বিয়ের সাক্ষী থাকল এই শহর। প্রচলিত প্রথা ভেঙে উত্তর ২৪ পরগনার মৌসুমী দত্ত ও বনগাঁর মৌমিতা মজুমদার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।
আর পাঁচটা বিয়ের মতো জাকজমকপূর্ণ ভাবে তাদের বিয়ে না হলেও রীতি মেনে সিদুঁরদান, মালাবদলের মাধ্যমে রবিবার ভূতনাথ মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হয়।হলুদ পাঞ্জাবি পরে বরবেশে বিয়ে করতে আসেন বছর ১৯ এর মৌমিতা সেখানে তখন বেনারসি পরে তার অপেক্ষা করছিলেন মৌসুমী। তারা জানান ইন্সটাগ্রাম এর মাধ্যমে আলাপ হয় দুজনের সেখান থেকে বারে বার্তালাপ,ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ার পর মৌসুমীকে বিয়ের প্রস্তাব দেন মৌমিতা। মৌসুমীর আগেও অল্পবয়সে বিয়ে হয়েছিল এগারো ও সাত বছরে দুই সন্তানও রয়েছে তার।তবে তার দাম্পত্য জীবন সুখের ছিল না,মৌমিতার কথায়, “ওর বর ওকে খুব মারধর করত তাই তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।
বর্তমানে মৌমিতা ও মৌসুমীর পরিবার তাদের এই বিয়েটাকে মেনে নেয়নি, তাই তারা বাগুইহাটিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন।তারা জানান পরিবার না মানলে এবং আইনি স্বীকৃতি না পেলেও তারা একসাথেই থাকবেন, যেকোনো পরিস্থিতিতেই কেউ কাউকে ছেড়ে যাবেন না।