সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র হল উৎসব। গত ২৬ শে সোমবারএপ্রিল এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটি চলবে আগামী ১লা মে পর্যন্ত। এদিন অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড তারকা ও আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক সন্দ্বীপ রায়, গৌতম ঘোষ, অভিনেত্রী নুসরাত জাহান, পরিচালক হরনাথ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, অভিনেত্রী পাওলি দাম, সায়নী ঘোষসহ প্রমুখ।
এবছর সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী পূর্তি উপলক্ষে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ উদ্ভোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। চলচ্চিত্র উৎসবে এবার থাকবে মোট ২০০ টি শো। কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে সামনের কদিন দেশ-বিদেশের নানা ধরনের ছবি দেখানো হবে। তাছারাও ফিনল্যান্ডের ৭ টি ফিল্ম দেখানো হবে এবারের উৎসবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা সিনেমা শিল্পে আরও বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিনেমা শিল্প ঘিরে অর্থনীতি তৈরি হয় এবং বাংলার অর্থনীতিতে চলচ্চিত্রের অবদান অনস্বীকার্য।